ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশট তুলে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দিকেই দায় ঠেলেছে বিজেপি
ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নিয়ে উত্তপ্ত পুরুলিয়ার রাজনীতি। ভাইরাল হওয়া চ্যাটকে সামনে রেখে তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারকে বিপাকে ফেলতে নতুন ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দিকেই দায় ঠেলেছে বিজেপি।
ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে দেখা যাচ্ছে, একেবারে ওপরে লেখা ‘BJP Core Members’। তারপর P। তৃণমূলের দাবি, ভাইরাল হওয়া এই চ্যাটের অংশটি পুরুলিয়া জেলা বিজেপির কোর কমিটির সদস্যদের তৈরি গ্রুপের। শাসক শিবিরের বিস্ফোরক অভিযোগ, পুরুলিয়া জেলার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী মমতা সরকারকে বদনাম করতে ত্রাণ শিবিরে করোনা ছড়িয়ে দেওয়ার ছক কষছেন!
তৃণমূলের আরও অভিযোগ, শুধুমাত্র একজন নয়, এই কাজের সঙ্গে যুক্ত পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাত, সুধীর মুখ্যার্জি এবং নরহরি মাহাতের মতো বিজেপি নেতারা।
ভাইরাল হওয়া স্ক্রিনশটি নিয়ে একাধিক থানায় FIR দায়ের করেছে পুরুলিয়া তৃণমূল। এই হোয়াটসঅ্যাপ চ্যাটের সত্যতা যাচাই করেনি TheBengalStory
এই ঘটনার পর সম্পূর্ণ বিষয় নিয়ে অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। উল্টে তাঁদের বক্তব্য, তাঁদের নামে মিথ্যে প্রচার করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে তদন্ত করা হোক। পুরুলিয়া জেলার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, যাঁরা এই কাজ করেছেন তাঁরা অতি নিম্ন মানসিকতার মানুষ। বিজেপিকে বদনাম করার জন্য এসব নোংরা জিনিস পাবলিকের সামনে তুলে ধরছেন। বিদ্যাসাগর চক্রবর্তীর দাবি, বিজেপির কেউ যদি এই কাজের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষত্রে পুলিশকে এসে গ্রেফতার করতে হবে না। আমরা নিজেরাই তাঁকে পুলিশের হাতে তুলে দেব।
Comments are closed.