মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন। বাড়ির নীচ তলার একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই। যদিও প্রাণে রক্ষা পেয়েছেন কামারহাটির বিধায়ক ও তাঁর স্ত্রী সন্তান। বাড়ির বাইরে মদন মিত্রকে বের করে আনা হলে তিনি জানান, কোনওরকমে প্রাণে বাঁচলাম।
কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, ভবানীপুরের শাঁখারিপাড়ার বাড়িতে স্ত্রী, দুই পুত্রবসহ পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন তিনি। সাধারণত দক্ষিণেশ্বরের ফ্ল্যাটেই থাকেন মদন বাবু। সোমবারই ভবানীপুর বাড়িতে এসেছেন তিনি।
রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দোতলায় ঘুমাচ্ছিলেন।
মদন মিত্র জানিয়েছেন, ভোরে ঘুম ভাঙতেই তিনি দেখতে পান কালো ধোঁয়া। প্রথমে তিনি ভেবেছিলেন, অন্য কারোর বাড়িতে আগুন লেগেছে। পরে জানা যায় তাঁর নিজের বাড়িতেই আগুন লেগেছে।
চোখে মুখে কালো ধোঁয়া ঢুকে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল বিধায়ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২ ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকর্মীরা। কিন্তু বাড়ির নীচের তলা পুরো ছাই হয়ে যায়।
দমকল সূত্রে জানা গেছে, বাড়িতে শর্টসার্কিটের জেরেই অগ্নিকান্ড। মদন মিত্রের সঙ্গে ফোনে কথা বলেন দমকলমন্ত্রী সুজিত বসু।
Comments are closed.