ভাটপাড়ায় তৃণমূল প্রার্থী মদন মিত্র, ইসলামপুরে আব্দুল করিম চৌধুরী, দার্জিলিংয়ে নির্দল হিসেবে লড়বেন বিনয় তামাং

ফের নির্বাচনী রাজনীতিতে মদন মিত্র। ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে লড়বেন মদন মিত্র। এর আগে কামারহাটি কেন্দ্র থেকে প্রার্থী হতেন মদন মিত্র। কিন্তু গত বিধানসভায় হেরে যান তিনি। তারপর ফের নির্বাচনের ময়দানে প্রত্যাবর্তন করলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী। ভাটপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ সম্প্রতি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। বারাকপুর কেন্দ্র থেকে পদ্মফুল চিহ্নেই এবার ভোটেও লড়ছেন অর্জুন সিংহ। অর্জুনের ভাটপাড়ার উপ নির্বাচনে এবার তৃণমূলের হয়ে দাঁড়াচ্ছেন মদন মিত্র। অন্যদিকে ইসলামপুরের বিধায়ক কানহাইয়ালাল অগ্রবাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে কানহাইয়ালালের ইসলামপুর বিধানসভায় উপ নির্বাচন হবে। সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন, আব্দুল করিম চৌধুরী। করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটে দাঁড়ানোয় সেখানেও উপনির্বাচন হবে। পাশাপাশি দার্জিলিং বিধানসভা কেন্দ্রে নির্দল হিসেবে লড়বেন বিনয় তামাং। মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন অমল কিস্কু।

Comments are closed.