মেট্রোতে আগুন আতঙ্ক। শুক্রবার দুপুরে ঘটনা। দক্ষিণেশ্বর থেকে গড়িয়ে আসছিল মেট্রোটি। সে সময়ে রবীন্দ্রসদন স্টেশনের কাছে মেট্রোর নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন কয়েকজন যাত্রী। সেখান থেকেই আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, মুহূর্তে যাত্রীদের মেট্রো থেকে স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। কেন, কী কারণে এরকমটা ঘটল, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
মেট্রো রেলের তরফে জানা গিয়েছে, এদিন দুপুর ১২.২৩ নাগাদ দক্ষিণেশ্বর থেকে গড়িয়াগামী একটি মেট্রো রবীন্দ্রসদন স্টেশনে এসে দাঁড়ায়। সে সময়ে ট্রেনটির তলা থেকে ধুঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। মুহূর্তে হৈচৈ শুরু হয়ে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত জিআরপি কর্মীরা এসে যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে আনেন। পুরো ঘটনার জেরে সাময়িকভাবে মেট্রো পরিষেবাও ব্যাহত হয়। বর্তমানে ট্রেনটিকে কারশেডে নিয়ে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কের কোনও কারণ নেই। মেট্রো চলাচলও স্বাভাবিক হয়েছে।
Comments are closed.