শিয়রে কলকাতার পুরভোট। সব দলই নিজেদের ইস্তেহার প্রকাশ করছে। বুধবার কলকাতা নিয়ে দলের ‘ভিশন ডকুমেন্ট’ জানলেন পুরভোটের তৃণমূল প্রার্থী তথা পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কলকাতা পুরসভায় বোর্ড গঠন করলে সবার আগে শহরের নিকাশি ব্যবস্থায় আমূল পরিবতর্ন করা হবে।
শহরে জল জমার সম্যসা দীর্ঘদিনের। এদিন এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, ড্রেনেজ সিস্টেমের আধুনিকরণ নিয়ে কাজ করা হবে। জমা জলের সমস্যা দূর করতে পাম্পিঙ সিস্টেম বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। এছাড়াও অম্ফান, যশ-এর মতো প্রকৃতি দুর্যোগ মোকাবিলায় সর্বক্ষণের জন্য বিশেষ বাহিনীকে প্রস্তুত রাখার কথাও ঘোষণা করেন কলকাতার প্রাক্তন মেয়র। সেই সঙ্গে শহরকে সাজিয়ে তুলতেও বিশেষ কিছু পরিকল্পনার কথা জানান তিনি। বিজ্ঞাপনের জন্য ডিজিটাল বোর্ডের সংখ্যা বাড়ানোর কথা বলেন। এর জেরে হোর্ডিংয়ের সমস্যা অনেকটা দূর হবে বলে দাবি করেন ফিরহাদ। এছাড়াও হকারদের নিয়েও নির্দিষ্ট পরিকল্পনার কথা ঘোষণা করেন।
১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। ইতিমধ্যেই সব দলের প্রার্থীরা জোর কদমে প্রচার শুরু করেছেন। নিজের ওয়ার্ডে প্রচারের পাশাপাশি অন্যান্য প্রার্থীদেরও সমর্থনে প্রচার করছেন ফিরহাদ হাকিম। আর এদিন ভোটের মুখেই পুরসভা নিয়ে দলের পরিকল্পনা ঘোষণা করলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন পুরপ্রশাসক।
Comments are closed.