একুশের ভোট মাতিয়েছে খেলা হবে স্লোগান। এবার প্রথম রাউন্ডে খেলা শেষের ঘোষণা করে ফেসবুকে পোস্ট দিলেন উত্তরবঙ্গের কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহ।
রবিবার দুপুর সাড়ে ৩ টে নাগাদ নিজের ফেসবুকে পোস্ট দেন, ভেটাগুড়ির প্রথম রাউন্ডের খেলা শেষ হল। এবার অন্য মাঠে অন্য খেলা।
কোচবিহারে বিধানসভায় ভাল ফল করতে না পারলেও সম্প্রতি ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। শনিবারের পর রবিবার ফের চার জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। আর এরপরেই ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েত চলে যায় তৃণমূলের দখলে। তারপর ফেসবুকে পোস্ট করেন উদয়ন গুহ।শনিবার তিনি বলেছিলেন, কয়েকদিনের মধ্যে ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দিনহাটায় বিজেপির পোস্টার লাগানোর লোক থাকবে না। এর ঠিক পরেই উদয়ন গুহর হাত ধরে ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখলে নিল তৃণমূল।
একুশের ভোটে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ ভোটে হেরেছিলেন উদয়ন গুহ। কিন্তু সাংসদ পদ ধরে রেখে নিশীথ প্রামাণিক বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। প্রসঙ্গত এই পঞ্চায়েত এলাকারই বাসিন্দা নিশীথ প্রামাণিক। দিনহাটা বিধানসভা কেন্দ্রের ৩৩ টি পঞ্চায়েতের মধ্যে একমাত্র এটি ছিল বিজেপির দখলে। আর সেটিও এখন তৃণমূলের দখলে। আগামী ৬ মাসের মধ্যে দিনহাটা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন হবে।
Comments are closed.