এবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়লেই ৫ বছরের জেল। সিদ্ধান্ত রেলের। মঙ্গলবার দক্ষিণ-মধ্য রেলের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রেনে পাথর ছোঁড়া ফৌজদারি অপরাধ। রেলের আইনের ১৫২ ধারায় বলা হয়েছে, এই অপরাধে অভিযুক্তদের পাঁচ বছরের জেল হতে পারে। ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দেশে চালু হয় বন্দে ভারত এক্সপ্রেস। এরপর বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, ছত্তিশগঢ় ও পশ্চিমবঙ্গে বন্দে ভারতে এক্সপ্রসে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। পাথর ছোঁড়া বন্ধ করতে আরপিএফ নানান ব্যবস্থা নিয়েছে। যেসব গ্রামের পাশে রেললাইন রয়েছে, সেইসব গ্রামের প্রধানদের সঙ্গে উদ্যোগ নিয়ে প্রচার চালানো হচ্ছে। যেসব এলাকা থেকে বেশি পাথর ছোঁড়া হয়েছে, সেইসব এলাকায় রেল সুরক্ষা কর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, নয়াদিল্লি থেকে কানপুর এবং ইলাহাবাদ হয়ে বারাণসী পর্যন্ত প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। এই ট্রেনটিতে পরীক্ষামূলক যাত্রার সময়ই পাথর পড়েছিল। ভেঙে গিয়েছিল জানলার কাচ। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১২ বার পাথর ছুঁড়ে ভেঙে ফেলা হয়েছিল বন্দে ভারতের জানলার কাচ। পশ্চিমবঙ্গেও বন্দে ভারত চালু হওয়ার পর ছোঁড়া হয়েছিল পাথর।
Comments are closed.