প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অসম। বহু গ্রাম জলের তলায়। ইতিমধ্যেই বন্যায় এক মহিলা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনের। এই পরিস্থিতিতে ২৫ জোড়া ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। অসমের ডিমা হাসাও এলাকায় ধসের জেরে ত্রিপুরা, মিজোরাম ও দক্ষিণ অসমের ওপর দিয়ে চলা বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। আগরতলা-আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেস, ব্যাঙ্গালোর ক্যান্ট-আগরতলা এক্সপ্রেস, আগরতলা-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ও শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতন কিছু ট্রেন আংশিক বাতিল ও পুরো বাতিল করা হয়েছে।
প্লাবনে ক্ষতি হয়েছে কৃষি জমির। অসম বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ২২২টি গ্রামে ৫৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে রয়েছে। নগাঁও জেলায় কপিলি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে আরও বেশি পরিমাণ বৃষ্টি হবে। তবে টানা বৃষ্টির জেরে চলতি বছরে প্রথমবার বন্যার মুখোমুখি হল অসম।
Comments are closed.