প্রবল বৃষ্টি মুম্বইয়ে। একাধিক জায়গায় জারি লাল সতর্কতা। মুম্বইরের ২৫টি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রেললাইন জলে ডুবে গিয়েছে। বাস সহ অন্যান্য যান চলাচল বন্ধ। সাবওয়েগুলি জলমগ্ন হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এই অবস্থায় মুম্বই ও ঠাণেতে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মহারাষ্ট্র রাজ্য জুড়ে কয়েকদিন ধরে চলছে ভারী বৃষ্টি। রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, পালঘর, পুণে, কোলাপুর ও সাতারায় লাল সতর্কতা জারি হয়েছে।
পরিস্থিতির মোকাবিলায় মহারাষ্ট্র জুড়ে কাজ করছে এনডিআরএফের ১৭টি দলক। শুধুমাত্র মুম্বইতেই কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫ টি দল। গত দুই দিন ধরে লাগাতার ভারী বর্ষণ হচ্ছে মুম্বইয়ে।
অন্যদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কর্নাটকের উপকূলীয় এলাকাবাসীর জনজীবন। পাঞ্জিকাল্লু গ্রামে ধসে মৃত্যু হয়েছে ১ জনের। অতিভারী বৃষ্টির জেরে লাল সতকর্তা জারি করেছে আবহাওয়া দফতর। উপকূলীয় এলাকায় সব স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
Comments are closed.