বিশ্বকাপ ফুটবল থেকে বাতিল করা হল রাশিয়াকে। ইউক্রেনের ওপর হামলার প্রতিবাদে বিশ্ব ফুটবল থেকে রাশিয়াকে বাদ দিল ফিফা এবং উয়েফা। এই বছর কাতার বিশ্বকাপে খেলতে পারবে না রাশিয়া। খেলতে পারবে না ইউরোপীয় ফুটবলেও।
এক যৌথ বিবৃতি দিয়ে ফিফা এবং উয়েফা জানিয়েছে, রাশিয়ার কোনও ক্লাব ফিফা ও উয়েফার কোনও খেলায় অংশ নেবে না। বিবৃতিতে ইউক্রেনের পাশে আছে ফুটবল বিশ্ব বলে জানানো হয়েছে। ফিফা এবং উয়েফার প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের আক্রান্তদের পাশে আছেন তাঁরা। ফুটবলের মাধ্যমে আবার শান্তি ফিরে আসবে বলে জানিয়েছেন দুই সংস্থার প্রেসিডেন্ট।
সোমবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলির কাছে রাশিয়া এবং বেলারুশকে বহিষ্কার করার আর্জি করেছিল। রাশিয়ার বিরুদ্ধে মাঠে না নামার কথা আগেই জানিয়েছিল কিছু দেশ। যেমন, ইংল্যান্ড জানিয়েছিল, রাশিয়ার বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবে না তাঁরা। পোলান্ড, সুইডেন এবং চেক প্রজাতন্ত্র।
Comments are closed.