দু’বছর পর ধর্মতলায় পুরোনো সভাস্থলে ২১ জুলাই পালন করছে তৃণমূল। গত ২ বছর করোনার কারণে ভার্চুয়ালি শহীদ দিবস পালন করেছে শাসক দল । তার ওপর একুশের বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে রেকর্ড জয়। সব মিলিয়ে এবারে ২১ জুলাইয়ের সমাবেশ তৃণমূল কর্মী সমর্থকদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মাঝে আর মাত্র একটি দিন। ২১ জুলাই নিয়ে ঘাসফুল শিবিরের মধ্যে সাজ সাজ রব। এই আবহে দক্ষিণ কলকাতায় অভিনব উপায়ে প্রচার করল ঘাসফুল শিবির। মঙ্গলবার ২১ জুলাই উপলক্ষ্যে রাস্তায় নামল সুসজ্জিত ট্রাম। এদিন যার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চ্যাটার্জি।
করোনার কারণে প্রায় দু’বছর অব্যবহৃত অবস্থায় পড়েছিল ট্রামটি। এবার সেটিকেই সাজিয়ে তোলা হয়েছে ২১ জুলাইয়ের প্রচারের জন্য। ২১ জুলাইয়ের জন্য ট্রামটি সাজানো হলেও তাতে সাধারণ যাত্রীরাও চড়তে পারবেন বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের একাধিক প্রকল্পের নাম ও প্রতীকে সেজে উঠেছে ট্রামটি। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথীর মতো জনপ্রিয় প্রকল্পগুলোর ছবি, কাটআউট ব্যবহার করা হয়েছে ট্রাম সাজাতে। সেই সঙ্গে ২১ জুলাইয়ের নানান ঘটনাবলীও ছবিতে ছবিতে দেখা যাবে।
Comments are closed.