রাজ্যে আছড়ে পড়ছে করোনার তৃতীয় ঢেউ। এই অবস্থায় পুরভোটের দিন পিছনোর দাবি নিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সমাজকর্মী বিমল ভট্টাচার্য এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ বিমল ভট্টাচার্যকে এই জনস্বার্থ মামলা করার অনুমতি দেন।
সারা দেশে বেড়েই চলেছে কোভিড সংক্রমিতের সংখ্যা। মঙ্গলবার রাজ্যের ৯ হাজারেরও বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। এই অবস্থায় আগামী ২২ জানুয়ারি রাজ্যে এক দফার পুরভোট। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগরে পুরভোটে হতে চলেছে।
এই অবস্থায় পুরসভা নির্বাচন হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই পরিস্থিতি বিবেচনা করে বিমল ভট্টাচার্য এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। ১৯ ডিসেম্বর কলকাতা পুর নির্বাচনের সময় করোনার ভয়াবহতা এই হারে বৃদ্ধি পায়নি। কিন্তু এখন রাজ্য আছে করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে। তাই পুরভোটে বাতিলের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
Comments are closed.