পুরভোটে স্পর্শকাতর বুথের সংখ্যা ১,১৩৯টি, সবথেকে বেশি ৭ নম্বর বরোয়, জানাল কমিশন

কলকাতা পুরভোটে ১৪৪টি ওয়ার্ডের জন্য মোট ৪,৯৫৯টি বুথের ব্যবস্থা হয়েছে। এরমধ্যে ১,১৩৯টি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৬টি বরোতেই স্পর্শকাতর বুথ রয়েছে। সব চেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে সাত নম্বর বরোয়। স্পর্শকাতর বুথ সব চেয়ে কম ১৩ নম্বর বরোয়

পাশাপাশি কমিশন জানিয়ে দিয়েছে, যেসব রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী থাকেন। প্রচারের পর ভোট দান করতে যাওয়ার সময় থাকতে পারবেন না সেইসব নিরাপত্তারক্ষীরা। ভোটকেন্দ্রে নিরাপত্তাকর্মীদের প্রবেশাধিকার থাকবে না। কিন্তু প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী নয়। রাজ্য পুলিশকে ভোটারদের আস্থা অর্জন করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এছাড়াও নির্মীয়মাণ বাড়ি, কমিউনিটি হল, বিয়েবাড়ি, লজ, গেস্ট হাউস ও হোটেলে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটে রাজনৈতিক দল এবং পুলিশ প্রশাসনের জন্য একগুচ্ছ নিয়ম লাগু করেছে রাজ্য নির্বাচন কমিশন। বিধি অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

Comments are closed.