এতদিন পুরুষদের জন্য নার্সিং ট্রেনিং স্কুল থাকলেও, কলেজ ছিল না। এই প্রথম পুরুষদের জন্য নার্সিং কলেজ তৈরি হচ্ছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। উদ্যোগে, রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক বৈঠক থেকে বাড়ে বাড়ে মুখ্যমন্ত্রী এ নিয়ে একাধিক পরিকল্পনার কথা বলেছেন। একাধিক নির্দেশও দিয়েছেন। এবার সেই মতোই অশোকনগরে পুরুষদের জন্য নার্সিং কলেজ তৈরি হতে চলেছে।
উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া মোড় সংলগ্ন এলাকায় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে তৈরি হচ্ছে নার্সিং কলেজ। জানা গিয়েছে, ইতিমধ্যেই কলেজ তৈরির ৮০% কাজ শেষ হয়ে গিয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষে নতুন পঠন পাঠন শুরুর দিন থেকে ক্লাস শুরুর লক্ষ্যমাত্রা নিয়ে কলেজের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলে খবর।
উল্লেখ্য সম্প্রতি গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকেও ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। প্রত্যেকটি ব্লকে এক বা একাধিক ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ গড়ে তুলতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্য স্বাস্থ্য অধিকারীক। ইতিমধ্যেই জেলাগুলোতে কাজও শুরু হয়েছে বলে খবর। এই আবহে রাজ্যে প্রথম পুরুষ নার্সিং কলেজ তৈরি হলে অসংখ্য নার্সিং পড়ুয়া উপকৃত হবে বলে আশাবাদী রাজ্য সরকার।
Comments are closed.