ভিজিল্যান্সের ছাড়পত্র ছাড়া অবসরপ্রাপ্ত আমলাদের কোনও সরকারি পদে পুনরায় নিয়োগ করা যাবে না। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন।
নির্দেশে জানানো হয়েছে, কোনও সরকারি বা বেসরকারি পদে যদি অবসরপ্রাপ্ত আমলাদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট একজনকে বেছে নিলে হবে না, বিজ্ঞাপন দিয়ে বাকি অবসরপ্রাপ্ত আমলাদের প্যনালের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। কমিশনের যুক্তি, সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ।
তবে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন ব্যানার্জিকে নিয়ে কেন্দ্র রাজ্যের যে সংঘাত তার জেরেই এই নয়া নির্দেশিকা।
গত সোমবার রাজ্যের তৎকালীন মুখ্যসচিবকে দিল্লি তলব করে কেন্দ্রীয় সরকার। ঘটনাচক্রে সেদিনই মুখ্যসচিবের চাকরির মেয়েদের শেষ দিন। তিনি দিল্লি না গিয়ে চাকরি থেকে অবসর নেন। এবং অবসরগ্রহণের পরেপরেই তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেন মমতা ব্যানার্জি। যদিও তারপরেও প্রাক্তন মুখ্যসচিবকে বিপর্যয় মোকাবিলা আইনে শোকজ করেছে কেন্দ্র।
রাজনৈতিক মহলের একপক্ষের দাবি, এই সমস্ত ঘটনাটি থেকে শিক্ষা নিয়েই কেন্দ্রের এই সিদ্ধান্ত। যদিও এই নির্দেশনামা জারির আগেই আলাপন ব্যানার্জি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা নিযুক্ত হয়েছেন।
Comments are closed.