ডিজি পদমর্যাদায় এলেন রাজীব কুমার, পদোন্নতি বিধাননগর পুলিশ কমিশনারেরও 

পদন্নোতি হল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। স্বরাষ্ট্রদফতর সূত্রে খবর, রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে উত্তীর্ন করা হয়েছে। পদন্নোতি হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতীম সরকারেরও। আইজি পদ থেকে তাঁকে এডিজি পদে উত্তীর্ন করা হয়েছে। 

বর্তমানে রাজীব কুমার তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদে রয়েছেন। পদোন্নতি হলেও তাঁকে নতুন কী দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। রাজীব কুমার, সুপ্রতীম সরকার ছাড়াও শুক্রবার আরও পাঁচ জন আইপিএস অফিসারকে ডিআইজি পদ থেকে আইজি পদে আনা হয়েছে। 

উল্লেখ্য, কয়েকবছর আগে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে ওঠে। রাজীবের বাড়িতে সিবিআই অভিযানের প্রতিবাদ জানিয়ে ধর্ণায় বসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ধর্ণায় বসেছিলেন সুপ্রতীম সরকার সহ রাজ্যের বেশ কয়েকজন পুলিশ কর্তা, এই অভিযোগে সংশ্লিষ্ঠ অফিসারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রসঙ্গত বছরের শেষ দিনে কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন বিনীত গোয়েল। সদ্য প্রাক্তন নগরপাল সৌমেন মিত্রকে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিয়োগ করেছে নবান্ন। 

  

Comments are closed.