দেরিতে চলছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। সেই তালিকায় রয়েছে রাজধানী, দুরন্ত এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন। বাতিলও করা হয়েছে আরও কিছু ট্রেন।
বৃহস্পতিবার বিহারের গয়ার গুরপা স্টেশনের কাছে লাইনচ্যুত হয় একটি মালবাহী ট্রেন। সেই দুর্ঘটনায় ওই মালবাহী ট্রেনের ৫৩টি কামরা লাইনচ্যুত হয়। প্রাণহানি না হলেও নষ্ট হয়ে প্রচুর পণ্যসামগ্রী। রেল লাইনের ক্ষতি হয়। সেই কারণে দেরিতে চলছে কিছু ট্রেন আর বাতিল করা হয়েছে আরও কিছু ট্রেন। বিবৃতি দিয়ে এই খবর জানাল পূর্ব-মধ্য রেল।
এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রীদের সমস্যা হওয়ার জন্য দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
রেল সূত্রের খবর, শুক্রবার বাতিল রয়েছে আসনসোল-গয়া এক্সপ্রেস। হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এরফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। ভাইফোঁটার পর এবং ছটপুজোর আগে এই সমস্যার জেরে অসুবিধার মধ্যে পড়ছেন ট্রেন যাত্রীরা।
Comments are closed.