বন্ধুত্ব দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। ৩ দিনের ভারত সফরে এসে এমনই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা। তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাইসিনা হিলসের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেন, নিজেদের দেশের জনগণের উন্নয়ন, দারিদ্র্য দূর করা এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়েই আলোচনা হবে। জনগনের মৌলিক চাহিদা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। এদিন মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন হাসিনা।
সোমবার বিকেলে হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করার কথা শেখ হাসিনার। বৃহস্পতিবার আজমেঢ়শরিফে যাওয়ার কথা হাসিনার।
Comments are closed.