২৭ মে বিকেল ৩ টে থেকে ৩০ মে দুপুর দেড়টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। যার জেরে ব্যাহত হবে হাওড়া-বর্ধমান শাখার ট্রেন চলাচল। বৃহস্পতিবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমইনটাই জানানো হয়েছে। ফলে এই ক’দিন চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে চলেছেন ওই রুটের নিত্য যাত্রীরা। কিন্তু কী কারণে বন্ধ থাকছে ব্যান্ডেল? কী জানাল রেল?
রেলের তরফে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে শুরু হচ্ছে তৃতীয় লাইন। দ্রুত ইন্টারকলিং কাজও শুরু হবে। ফলে এই কারণে ব্যান্ডেল শাখার ইন্টারকলিং কেবিন বিল্ডিংটি স্থানান্তরিত করার কাজ শুরু হবে। যে কারণেই সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে স্টেশন। রেলের তরফে জানানো হয়েছে, ওই ক’দিন হাওড়া থেকে চুঁচুড়া এবং বর্ধমান থেকে খন্ন্যন স্টেশন পর্যন্ত ট্রেন চলবে। ২৭ মে ৮ জোড়া এবং ২৮ ও ২৯ তারিখ ১৮ জোড়া ট্রেন চলবে।
Comments are closed.