বলিউডের দার্বাং গার্ল নামে পরিচিত সোনাক্ষী সিন্হা। অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ের পরিচয়ে নয়, নিজের দক্ষতায় বলিউডে জমি পাকিয়েছিলেন সোনাক্ষী। বুধবার ৩৩ পেরিয়ে ৩৪ এ পা দিলেন অভিনেত্রী। তাঁর জন্মদিনে শুভেচ্ছার ঝড় উঠেছিল বলিউড মহলে।
আমজনতার কাছে সোনাক্ষী অনুপ্রেরণা। ৯০ কেজি থেকে একধাক্কায় ৩০ কেজিতে বর্ডি ওয়েট নামিয়ে আনা বলিউড অভিনেত্রীর পক্ষে অতটাও সহজ ছিল না। শুরু দিন থেকে শরীরের ওজন কমানোই তাঁর একমাত্র জেদ ছিল।
জাঙ্ক ফুড খেতে ভালবাসতেন। কিন্তু অভিনয়কে পেশা বানানোর জন্য ডায়েট কন্ট্রোল করা শুরু করেন, সঙ্গে চলে কঠোর ওয়ার্কআউট।
২০১০ এ বলিউডে তাঁর প্রথম ডেবিউ। প্রথম ছবিতে তাঁর ওভার ওয়েট থাকার কারণে ট্রোলিংয়ের মুখেও পড়তে হয় নায়িকাকে। নেগেটিভ কমেন্টকে উপেক্ষা করে শত্রুঘ্ন-কন্যা পারফেক্ট ফিগার তৈরিতে মনোযোগ দেন।
কেরিয়ার জীবনের শুরু কস্টিউম ডিজাইনার হিসাবে। এরপর তিনি অভিনয় জগতে পা রাখেন। সলমন খানের বিপরীতে প্রথম ছবিতে অভিনয়। প্রথম ছবির পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এরপর একে একে ‘রাউডি রাঠোর’, ‘ও মাই গড’, ‘দাবাং ২’, ‘লুটেরা’ ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন সোনাক্ষী সিন্হা।
৩৪ এ পা দিয়েও একইভাবে নিজের প্রতি যত্ন নেন তিনি। কিছুদিন আগেই ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেছিলেন স্যোশাল মিডিয়ায়। লাইভে এসে সকলকে সতর্কও করএছিলেন, বার্তা দিয়েছিলেন সকলে সাবধানে থাকার।
Comments are closed.