সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি বাড়ির নামের অদ্ভুত অদ্ভুত ডাকনাম সকলের থাকে, চলুন জেনে নিই জনপ্রিয় প্রিয় কিছু অভিনেত্রীর ডাকনাম
আচ্ছা আপনাদের সাথে এরকম কখনো হয়েছে? যে বাড়ির ডাকনামে মা-বাবা ডেকে ফেলেছেন কাজের জায়গাতেও? ব্যাপারটা সকলের বেশ মজাদার মনে হলেও কিছু কিছু সময় ডাক নাম এমন অদ্ভুত হয় যে লজ্জায় পড়ে যেতে হয়। টলিউডে তাবোড়-তাবোড় অভিনেত্রীদেরও রয়েছে কিছু মিষ্টি ডাক নাম। চলুন দেখে নিই টলিউডের অভিনেত্রীদের ডাকনাম।
মিমি চক্রবর্তী : টলিউডের প্রথম ১০ জন জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে মিমি চক্রবর্তী একজন। অভিনেত্রী এক সময় সাক্ষাৎকারে বলেছিলেন অভিনেত্রীর মা তাঁকে “মোনা সোনা” বলে ডাকেন। আসলে “মোটু সোনা” র বদলে এই ডাক নাম! আবার অভিনেত্রীর বাবা তাঁকে ডাকেন ” বকপাখি”, এর কারণ হিসেবে অভিনেত্রী বলেন তিনি মাঝে মাঝেই না এক পায়ে দাঁড়িয়ে থাকেন।
স্বস্তিকা মুখার্জী : টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখার্জি। জনপ্রিয় অভিনেতা শন্তু মুখার্জির একমাত্র কন্যা তিনি। এই অভিনেত্রী ডাকনাম বেশ মজার। ভেবলি এই নামটি তাঁর ডাকনাম। অভিনেত্রী জানিয়েছিলেন একসময় যে শুধু বাড়ির লোক নয় প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণ ঘোষের কল্যাণে ইন্ডাস্ট্রিতেও তাঁর এই ভেবলি নামটি সকলে জেনে গিয়েছে।
রাইমা সেন : এনার পরিচয় দিতে গেলে তো শব্দ কম পড়বে। মহানায়িকা সুচিত্রা সেনের ছোট নাতনী তিনি। জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের কনিষ্ঠ কন্যা। অভিনয়ের ক্ষেত্রে কিছুটা জনপ্রিয় তবে সোশ্যাল মিডিয়ার সেনসেশন তিনি। বাড়িতে ওনার অফিসিয়ালি ডাকনাম হলো ডোলু। তবে অভিনেত্রীর কাছের মানুষরা ডলস, ডলজি, ডোলি নামেও ডেকেন তাঁকে।
পাওলি দাম : টলিউডের আরো এক জনপ্রিয় অভিনেত্রী হলেন পাওলি দাম। অভিনেত্রী ডাকনাম পাও। পাওলির কাছের মানুষেরা তাঁকে এই নামেই ডাকেন। অভিনেত্রীর বর এমন কি অন্যান্য কাছের মানুষেরাও অভিনেত্রীকে এই নামেই ডেকে থাকেন। তবে অভিনেত্রী বলেছেন তিনি ডাকটি বেশ পছন্দ করেন।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় : টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একটি জ্বলজ্বলে নাম। এক সময় অভিনেত্রী জানিয়েছিলেন, “বাবা আমাকে দধিমণি বলে ডাকে, কারণ ছোটবেলা আমি দুধ খাওয়ার পর তা তুলে দিতাম। আমি এখন বাবাকে বলি সবার সামনে যেন আমাকে ওই নামে না ডাকে। আর বাবা ঠিক আমার পিছনে লাগার জন্য তাই করবে। এখন তো বন্ধুরাও আমার সঙ্গে ঠাট্টা করে, আমাকে রাগানোর জন্য দধিমণি বলে ডাকে।”
Comments are closed.