ক্রমশ কমছে সংক্রমণ। তাই আগামী সোমবার থেকে লকডাউন শিথিল হচ্ছে দিল্লিতে। শুক্রবার জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
অরবিন্দ কেজরীওয়াল বলেন, গত ২৪ ঘণ্টায় মাত্র ১,১১০ জন সংক্রমিত হয়েছেন। এ বার সব কিছুই খুলে না দেওয়া হলে মানুষকে অনাহারে মরতে হবে। তিনি বলেন, এপ্রিল মাসের ১৯ তারিখ থেকে লকডাউন করা হয়েছিল, যে সময় পাঁচদিনে লক্ষাধিক মানুষ কোভিড সংক্রমিত হয়েছিলেন।
এদিন দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকেই ঠিক হয় এবার ধীরে ধীরে লকডাউন শিথিল করা প্রয়োজন।
সরকার এই পর্যায়ে কুলি, মজুর, শ্রমিকদের প্রতি আলাদা নজর দিচ্ছে। বিভিন্ন রকম নির্মাণ কাজ এবং কল কারখানা খুলে যাচ্ছে। সোমবার থেকে বিভিন্ন কারখানায় উৎপাদন কাজ শুরু হবে বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
দেশের মধ্যে দিল্লিতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিয়েছিল। অক্সিজেনের অভাবে অনেক হাসপাতালে রোগী মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। অক্সিজেন সরবরাহ নিয়ে কেন্দ্রের সঙ্গে দিল্লির সংঘাত আদালত পর্যন্ত যায়।
শুরুতে যেভাবে অক্সিজেন সহ চিকিৎসার বিভিন্ন সরঞ্জামের যে সংকট দেখা দিয়েছিল তা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। দেখা গেছে গত পাঁচ দিন ধরে দিল্লিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ২,০০০ এর নীচে। এই অবস্থায় আসতে আসতে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের। ১ সপ্তাহ পর আবার পরিস্থিতি পর্যালোচনা করবে দিল্লি সরকার।
Comments are closed.