এবার থেকে রেলস্টেশনে কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এইকথা জানাল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা IRCTC।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা IRCTC আর পেটিএমের যৌথ উদ্যোগে এই কাজ হচ্ছে। Paytm দিয়ে এই টিকিট কাটা যাবে। প্রথমে এটিভিএম থেকে একটি নির্দিষ্ট স্টেশন বেছে নিতে হবে। এরপর কিউআর কোড স্ক্যান করে টিকিট মিলবে।
ভারতীয় রেল দেশের সব রেলস্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন তৈরি করার চিন্তা ভাবনা শুরু করেছে। আর সেই অটোমেটেড টিকিট ভেন্ডিং মেশিনে কিউআর কোড দেওয়ার চিন্তা করছে ভারতীয় রেল।
এখন দেশের রেলস্টেশনগুলিতে যেসব অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন আছে, সেখানে স্ক্রিন টাচ করেই টিকিট পেয়ে যান যাত্রীরা। এবার সেইসব মেশিনগুলিতেই নতুন করে কিউআর থাকবে, যেখানে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। কোভিড এখনই চলে যায়নি। লাইনের ভিড় এড়াতে এই পদক্ষেপ রেলের।
Comments are closed.