সঙ্গীতজগতে আবারও নক্ষত্র পতন। প্রয়াত বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ৬৯ বছর বয়সী বাপ্পি লাহিড়ীর।
গত বছর এপ্রিল মাসে কোভিড পসিটিভ ছিলেন তিনি। সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)তে আক্রান্ত হন তিনি। ভর্তি হন মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী।
সম্পর্কে কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ীর মামা। বাবার নাম ছিল অপরেশ লাহিড়ি ও মা ছিলেন বাঁশরী লাহিড়ি। ছোট বেলায় নাম ছিল অলোকেশ। কিন্তু গানের জগতে জনপ্রিয়তা বাপ্পি লাহিড়ী নামে। মা বাবা দুজনেই ছিলেন গানের জগতের মানুষ। ছেলে থেকেই সঙ্গীতের প্রতি আকৃষ্ট ছিলেন বাপ্পি। মা, বাবার কাছেই প্রথম গানের শিক্ষা পান।
১৯৭০ থেকে ৮০ এর দশকে হিন্দি ও বাংলা গানের জগতে জনপ্রিয় নাম ছিল বাপ্পি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’ থেকে শুরু করে ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’ ছবিতে সুর দিয়েছেন তিনি।
রাজনীতিতেও নাম লিখিয়েছেন বাপ্পি লাহিড়ী। বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন।
Comments are closed.