অ্যান্টিগায় খাবার কিনতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ মেহুল চোকসি, দাবি আইনজীবীর
২০১৮ সালে হীরে ব্যবসায়ী নীরব মোদীর মামা মেহুল চোকসি পিএনবির ১৪ হাজার কোটি টাকার ঋণ খেলাপীর দায়ে অভিযুক্ত হন
ভারত থেকে পলাতক ঋণ খেলাপির অভিযুক্ত মেহুল চোকসি নিখোঁজ। তাঁর আইনজীবী বিজয় আগরওয়াল মঙ্গলবার সকালে একথা জানিয়েছেন। ৬২ বছরের এই হীরে ব্যবসায়ীর বর্তমান ঠিকানা ছিল অ্যান্টিগা। জানা গিয়েছে, সেখান থেকেই তিনি নিখোঁজ হয়ে যান।
চোকসির আইনজীবী জানিয়েছেন, তাঁর পরিবার খুব চিন্তার মধ্যে রয়েছে এবং খোঁজাখুঁজি শুরু করেছে। অ্যান্টিগা পুলিশ তাঁর সন্ধানে খোঁজ শুরু করেছে।
চোকসির উধাও হয়ে যাওয়ার ঘটনা অ্যান্টিগার নিউজ চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। সেখানে অ্যান্টিগার পুলিশ কমিশনার অ্যাটলি রডনি জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসির সন্ধান চালানো হচ্ছে। তিনি কিউবাতে চলে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে হীরে ব্যবসায়ী নীরব মোদীর মামা মেহুল চোকসি পিএনবির ১৪ হাজার কোটি টাকার ঋণ খেলাপীর দায়ে অভিযুক্ত হন। তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত অ্যান্টিগায় পালিয়ে যান। সেইবছরই চোকসির বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়। ইন্টারপোলও গ্রেফতারি পরোয়ানা জারি হয় তাঁর বিরুদ্ধে। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে খুঁজতে শুরু করে।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় তিনি বাইরে থেকে খাবার আনতে বেরিয়েছিলেন। এলাকার একটি বিখ্যাত রেস্তোরাঁয় যাওয়ার কথা ছিল। বাড়ি থেকে গাড়িতে বেরনোর পর আর তাঁর দেখা পাওয়া যায়নি। গাড়ির সন্ধান পাওয়া গেলেও মেহুল চোকসির কোনও খবর পাওয়া যায়নি।
এই মুহূর্তে অ্যান্টিগার নাগরিক তিনি। তাঁকে দেশে ফেরাতে দিল্লির তরফে চাপ দেওয়া হচ্ছিল অ্যান্টিগাকে। তা নিয়ে গত বছর মুখ খোলেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। তিনি বলেন চোকসির বিরুদ্ধে সমস্ত আইনী জটিলতা কেটে গেলেই নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। অন্যদিকে ঋণ খেলাপির অভিযোগে চোকসির ভাগ্নে নীরব মোদী লন্ডনের জেলে আছেন। তাঁকে ভারতে প্রত্যর্পণের চেষ্টা চলছে।
Comments are closed.