মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, কখন দেখতে পাবেন গঙ্গা আরতি? চূড়ান্ত সময় জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম 

কলকাতার গঙ্গাবক্ষে শুরু হল সন্ধ্যা আরতি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজে কদমতলা ঘাটে উপস্থিত থেকে গঙ্গা আরতির উদ্বোধন করেন। বৃহস্পতিবার থেকে রোজ সন্ধ্যায় গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে। আরতির চূড়ান্ত সময় জানিয়ে দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শীতকাল এবং গ্রীষ্মের জন্য দুটি পৃথক সময় ঠিক করা হয়েছে। শীতকালে সন্ধ্যে ৬টা থেকে ৭টা এবং গ্রীষ্মকালে সন্ধ্যে ৭টা থেকে ৮টা রোজই বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতি হবে। তবে দুর্গাপুজো এবং ছট পুজোর ক’দিন এই আরতি বন্ধ থাকবে বলে ফিরহাদ হাকিম জানিয়েছেন। 

বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গঙ্গা আরতির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে এদিন আরতি করেন। আরতির পাশাপাশি এদিন একটি গঙ্গা মায়ের মন্দিরের উদ্বোধনও করেন মমতা ব্যানার্জি। প্রায় সারা বছরই দেশ বিদেশের অজস্র পর্যটক কলকাতা দেখতে আসেন। প্রাচীন এই শহরের প্রতি বিশ্ববাসীর এক আলাদা ধরণের আকর্ষণ রয়েছে। সেই দিক থেকে  প্রশাসনিক কর্তাদের একাংশের দাবি, গঙ্গারতীরে আরতি শুরু হলে, তা শহরের পর্যটন মানচিত্রে বাড়তি মাত্রা যোগ করবে। এদিন কলকাতার মেয়রও জানিয়েছেন, খুব শীঘ্রই লঞ্চে করে গঙ্গাবক্ষে আরতি দেখার ব্যবস্থা করবে পুরসভা।      

Comments are closed.