ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। শুক্রবার বাণিজ্যিক ব্যবহারের জন্য গ্যাসের দাম সিলিন্ডারী দাম সাড়ে ৪৩ টাকা বেড়েছে। দিল্লিতে দাম ১,৭০০ টাকা ছাড়িয়ে গেছে। আর পুজোর আগে কলকাতায় সেই দাম বেড়ে হল ১,৮০০ টাকার কাছাকাছি।
দিল্লিতে ১৯ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দাম ১৭৩৬ টাকা ৫০ পয়সা। কলকাতায় সেই দাম ১,৮০৫ টাকা ৫০ পয়সা। তবে গৃহস্থের ব্যবহারের জন্য ১৪.২ কিলোগ্রাম ভীর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। এর আগে গত ১ সেপ্টেম্বর বাণিজ্যিক ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডারের দাম ৭৫ টাকা বাড়িয়েছিল কেন্দ্র। এরপর ১ মাসের মধ্যে ফের দাম বাড়ল।
সামনে উৎসব। আর উৎসবের আগে এই দামবৃদ্ধির ফলে হোটেল-রেস্তরাঁগুলিতে খাবারের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.