৮ ই জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক, মোদী সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে একজোট সবকটি ট্রেড ইউনিয়ন

মোদী সরকারের এক তরফা শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে আগামী ৮ ই জানুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক দিল দেশের সবকটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। যদিও ধর্মঘটীদের মধ্যে নেই সঙ্ঘ তথা বিজেপির ট্রেড ইউনিয়ন ভারতীয় মজদুর সঙ্ঘ।

সবকা সাথ, সবকা বিকাশ স্লোগানের মধ্যে দিয়ে আসলে মোদী সরকার শ্রমিক নিধনের কর্মযজ্ঞ শুরু করেছে। দেশের অর্থনীতির হাল বেহাল। নতুন চাকরি তৈরি হচ্ছে না, উল্টে রোজই মন্দার প্রভাবে কাজ হারাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। ট্রেড ইউনিয়নগুলোর অভিযোগ, এই পরিস্থিতিতে অর্থনীতিকে মজবুত করার চেষ্টা না করে ধর্ম, কাশ্মীর-৩৭০ এবং এনআরসি প্রভৃতি বিতর্কে মানুষকে ভুলিয়ে রাখতে চাইছে মোদী সরকার। পাশাপাশি সম্প্রতি শ্রম আইন সংশোধন কিংবা নয়া বেতন বিধি, প্রতিটি ক্ষেত্রেই মোদী সরকারের শ্রমিক বিরোধী মনোভাব বেরিয়ে এসেছে বলে অভিযোগ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর মিলিত মঞ্চের। তাঁদের দাবি, এই মুহূর্তে শ্রমিকদের নিয়ে নয় বরং পুঁজিপতিদের নিয়েই মহা ব্যস্ত মোদী সরকার। অথচ, বাস্তবে হওয়া উচিত ঠিক উল্টো। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে দেশের শ্রমিকদের। এরই প্রতিবাদে আগামী ৮ ই জানুয়ারি সারাদেশে সাধারণ ধর্মঘট পালন করার ডাক দিয়েছে সবকটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। তবে ধর্মঘটে নেই বিজেপির বিএমএস।

এর আগে দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েও পরে তা স্থগিত ঘোষণা করেছিল ব্যাঙ্ক কর্মচারী সংগঠনগুলো। তাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার কেন্দ্রীয় সরকারি আশ্বাসের পর তাঁরা দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট আপাতত স্থগিত করার কথা ঘোষণা করেন। এবার মোদী সরকারের সার্বিক শ্রমিক বিরোধী পদক্ষেপের বিরোধিতায় সাধারণ ধর্মঘটের ডাক দিল সবকটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন।

Comments are closed.