ডিসেম্বরেই ফের গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার সঙ্গী হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কলকাতা পুরসভার ভোট ১৯ ডিসেম্বর। এর আগে ফের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী।
ফেব্রুয়ারি মাসেই গোয়ায় বিধানসভা নির্বাচন। তাই আর সময় নষ্ট করতে চাইছেন না মমতা ব্যানার্জি। এর আগে গত ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী গোয়া গিয়ে সংগঠন বৃদ্ধির পাশাপাশি, ফরওয়ার্ড পার্টি-সহ বেশকিছু রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছিলেন। তারপরেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে দায়িত্ব দিয়ে গোয়ায় পাঠিয়েছিলেন।ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন তৃণমূলে।
এখন বিজেপি বিরোধী প্রধান শক্তি হয়ে উঠেছেন এখন মমতা ব্যানার্জি। সম্প্রতি মুম্বই সফর করেছেন তিনি। মুম্বইয়ে মমতা ব্যানার্জি শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক শেষে বলেছিলেন, ইউপিএ আবার কী! ইউপিএ বলে কিছু নেই এখন। এরপরেই কার্যত তোলপাড় হয় রাজনৈতিক মহল। ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস।
Comments are closed.