“দারুন ও লেগেছে আবার খারাপ ও লেগেছে” – ব্রহ্মাস্ত্র দেখার পর রিভিউ দিলেন বং গাই, কিন্তু খারাপের সাথে ভালোর কথা বলায় “টাকা খেয়েছে” এমন কথাও বলছেন দর্শক! ভাইরাল পোস্ট
সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের নতুন সিনেমা “ব্রহ্মাস্ত্র”। বলিউডে কিছুদিন আগেই শুরু হয়েছিল বয়কটের ঝড়। কিন্তু এই সিনেমাটির রিলিজ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেশ একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেছে। গতকাল অর্থাৎ গত শুক্রবার মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এক সপ্তাহ ধরে চলেছে প্রী বুকিং। প্রথম দিনেই বেশ ভালই ব্যবসা করে সিনেমাটি। সোশ্যাল মিডিয়ায় প্রচুর রিভিউ দেখতে পাওয়া যায়। এইসব রিভিউয়ের মধ্যে একটি রিভিউ দিয়েছেন আমাদের বংগাই নিজেও।
বং গাই আজ অর্থাৎ শনিবার তাঁর ফেসবুক পোস্টে লিখলেন, “Brahmastra দেখলাম। শালা দারুন ও লেগেছে আবার খারাপ ও লেগেছে। এইটা কি রিভিউ দিলাম জানিনা কিন্তু ইন্ডিয়ান সিনেমা আগে এরকম হয়নি আর পরের দুটো পার্টও আমি সিনেমা হলেই দেখবো।” এই রিভিউ করেই হলো যত বিপত্তি। ইউটিউবার এর এই মিশ্র প্রতিক্রিয়া বুঝতে পারেননি অনেকেই। আর তাই তাঁর প্রতি উল্টোপাল্টা মন্তব্য করেছেন নেইজেনরা।
অনেকেই বলছেন “টাকা খেয়েছে” তাই ভালোর দিকটা ও বলল। আবার অনেকে বলেছেন “কলকাতা চলন্তিকায় কিরণের যা অভিনয় তাতে কোন সিনেমা নিয়ে কিছু বলা মানায় না কিরণকে”। কিন্তু পরে নিজের কমেন্ট সেকশনেই স্পষ্ট ভাবে সব কথা উল্লেখ করেন ইউটিউবার। এমনকি কিরন বলেন বাড়ি ফিরে তাঁর একটা ডায়ালগও মনে নেই। কারণ তেমন কোনো ভালো ডায়ালগ ছিলই না। কিরণ বলেন খারাপ বলতে শুধু ডায়ালগ – চিত্রনাট্যকেই বুঝিয়েছিলেন তিনি। আর ভালোর বলতে, ভিজুয়াল আর ভিএফএক্সের প্রশংসা করেছেন কিরণ।
প্রসঙ্গত ছবিটি নিয়ে কাজ হয়েছে, গত ১০ বছর ধরে। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম – এ দেখতে পাওয়া যাবে সিনেমাটিকে। রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র হিন্দি ভার্সনেই ৩২ থেকে ৩৩ কোটি টাকা ব্যবসা করেছে এই সিনেমা। শুক্রবার অর্থাৎ এক দিনেই মোট ৩৬ কোটি টাকার ব্যবসা করেছে ব্রহ্মাস্ত্র। অনেকেই মনে করছেন শনি এবং রবিবার মিলিয়ে সিনেমাটির বিশ্বব্যাপী আয়ে দাঁড়াবে ৮ থেকে ১০ মিলিয়ন। এর সাথেই অনেকের মনে হচ্ছে যে সিনেমাটি যা ব্যবসা করছে তাতে বলিউডের বর্তমান দুর্ভাগ্যকে কিছুটা হলেও মলীন করতে পারবে এই সিনেমা।
Comments are closed.