দীপাবলি উপলক্ষ্যে Google এর উপহার, কী জানুন

সামনেই আলোর উৎসব দীপাবলি। উৎসবের আনন্দে মেতে ওঠার জন্য দেশজুড়ে চলছে প্রস্তুতি। প্রিয় ও কাছের মানুষদের জন্য উপহার কিনছেন সকলে। সকলকে উপহার দিয়েছে Google ও। ভারতবাসীর জন্য বিশেষ উপহার নিয়ে এল Google. Google সার্চের মধ্যেই পাওয়া যাচ্ছে এই উপহার।

Google.com এ গিয়ে সার্চের জায়গায় Diwali লিখলেই বিভিন্ন সার্চ রেজাল্ট তো দেখা যাচ্ছে। এরসঙ্গে ডান দিকের ওপরে দেখা যাচ্ছে একটা দীপাবলির প্রদীপ। সেই প্রদীপে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন দিওয়ালির উপহার। দেখতে পাবেন কয়েকটি প্রদীপ। প্রতিটি প্রদীপে ক্লিক করলেই জ্বলে উঠছে আলো। Google এই ঘোষণা করেছে টুইটারে। টুইটারের মাধ্যমে সকলকে diwali লিখে সার্চ করার জন্য অনুরোধ করা হয়েছে।

https://twitter.com/GoogleIndia/status/1581630550682411008?t=CXFq2I1z9e-SSfOsHXEjGg&s=19

কম্পিউটার ও মোবাইল যেকোন ও কিছু থেকেই সার্চ করলে Diwali গিফট পাওয়া যাচ্ছে গুগুলের তরফে। কম্পিউটারে মাউসের কার্সর প্রদীপের উপরে নিয়ে গেলেই জ্বলজ্বল করছে সব প্রদীপ। বিশ্বের যে কোন জায়গায় বসেই দিওয়ালির আলো দেখা যাবে। Diwali-র পাশাপশি Diwali 2022 লিখে সার্চ করলেও একই অ্যানিমেশন দেখাবে Google।

Comments are closed.