নতুন বছরে হলদিয়ার দুই গ্রামে উপহার রাজ্য সরকারের, স্বাধীনতার ৭৫ বছর পর বিদ্যুৎ পেলেন গ্রামবাসীরা

নতুন বছরে বড় উপহার পেল হলদিয়ার বিষ্ণুরামচক ও সৌতিনচক গ্রাম। স্বাধীনতার ৭৫ বছর পর এই দুই গ্রামে বিদ্যুৎ এসেছে। নতুন বছরের শুরুতেই গ্রামে আলো পেয়ে খুশিতে মেতে উঠেছেন গ্রামবাসীরা। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন কুণাল ঘোষ ও রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে।

কয়েকদিন আগে হলদিয়ার এই দুই গ্রামে গিয়ে কথা বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ৩ ডিসেম্বর তিনি নিজে ওই গ্রামে গিয়ে কথা বলেছিলেন। গ্রামবাসীরা বিদ্যুৎ না থাকার কারণে কুণাল ঘোষের কাছে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। সেইসময় তিনি কথা দিয়েছিলেন ওই দুই গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হবে। খবর যায় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। বিদ্যুৎ মন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ দফতরের কর্মীরা ওই গ্রামে যান। খুঁটি লাগানোর কাজ শুরু হয়। বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়। একমাসের মধ্যেই বিষ্ণুরামচক ও সৌতিনচক গ্রামে পৌঁছে দেওয়া হয় বিদ্যুৎ।

জানা গিয়েছে, ওই দুই গ্রাম হলদিয় বন্দর এলাকার অধীনস্থ হওয়ার জন্য বিদ্যুৎ সরবরাহ করার ক্ষেত্রে সমস্যা ছিল। অবশেষে বিদ্যুৎ মন্ত্রী ও কুণাল ঘোষের সহায়তায় বিদ্যুৎ পেলেন গ্রামবাসীরা।

Comments are closed.