ফের সংঘাতের পথে নবান্ন রাজভবন। কয়েকদিন ধরেই রাজ্যের অর্থ দপ্তরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্রের সঙ্গে রাজ্যপাল জগদ্বীপ ধনখড়ের ট্যুইট যুদ্ধে সরগরম নেট পাড়া। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে এবার তথ্য চেয়ে অমিত মিত্রকে চিঠি লিখলেন রাজ্যপাল। শনিবার সেই চিঠির ছবি ট্যুইট করেছেন ধনখড়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও ট্যুইটে উল্লেখ করে রাজ্যপাল আর্জি জানিয়েছেন, বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য সরকার।
রাজ্যপালের অভিযোগ, বাণিজ্য সম্মেলন কতটা সফল, সম্মেলন বাবদ কত টাকা খরচ হয়েছে ২০১৬ সাল থেকে সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীকে আক্রমণ শানিয়ে রাজ্যপাল বলেন, অমিত মিত্রের কাছে তথ্য চাওয়া হয়েছে কারণ তাঁর দৃষ্টিভঙ্গির কারণে রাজ্যের উন্নয়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারপরেই মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উচিত বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা।
WHITE PAPER #BGBS
Sought response @DrAmitMitra as his misplaced eloquent economic optical illusions have been a heavy drain on development,transparency and accountability in the state.
Time @MamataOfficial to come out earliest with full disclosure #BGBS by way of a White Paper. pic.twitter.com/xth7qmh2Um
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 20, 2021
উল্লেখ, করোনা পরিস্থিতির জেরে মাঝে দু’বছর রাজ্যে বাণিজ্য সম্মেলন বন্ধ ছিল। এ বছর ফের রাজ্য সরকারের উদ্যোগে বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে। ইতিমধ্যেই দিনক্ষণও ঠিক করা হয়েছে বলে খবর। বাণিজ্য সম্মেলনেই আগে মুখ্যমন্ত্রী মুম্বই যেতে পারেন শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে। এই আবহে বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপালের অভিযোগের জেরে ফের একবার রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতে সরগরম রাজনৈতিক মহল।
Comments are closed.