তুঙ্গে প্রস্তুতি, মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট

মাঝে মাত্র দু’দিন। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে এবছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ২১ ও ২২ নভেম্বর রয়েছে বাণিজ্য সম্মেলন। জানা গিয়েছে, প্রতি বারের মতো এবছরের বিজনেস সামিটেও দেশের তাবড় তাবড় শিল্পপতিরা উপস্থিত থাকবেন। সেই সঙ্গে বিদেশ থেকেও শিল্পপতিদের এবারের বিজনেস সামিটে উপস্থিত থাকার কথা।

প্রশাসনিক সূত্রে দাবি, এবারের বিজনেস সামিটে উপস্থিত থাকবেন রিলায়েন্স গোষ্ঠীর কর্নধার মুকেশ আম্বানি। তিনি যে বাণিজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন, ইতিমধ্যেই তা নিশ্চিত করেছেন। এছাড়াও থাকবেন আরেক শিল্পপতি নিরঞ্জন হিরানান্দনি। সেই সঙ্গে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও একঝাঁক শিল্পপতি এবারের সম্মেলনে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আদানি গোষ্ঠীর প্রতিনিধিরাও থাকবেন বিজনেস সামিটে।

প্রতিবারের মতো এবারেও বিজনেস সামিটে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বক্তব্য রাখবেন দেশের তাবড় তাবড় শিল্পপতিরা। রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারপার্সন মুকেশ আম্বানি শিল্প সম্মেলনের মঞ্চ থেকে কী বার্তা দেন সেদিকেও নজর থাকছে।

Comments are closed.