হাওড়া পুরভোট নিয়ে ফের রাজ্য রাজভবনের তরজায় সরগরম বাংলার রাজনীতি। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিল নিয়ে শনিবার শাসকদলকে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন তিনি বলেন, হাওড়া থেকে বালিকে আলাদা করা সংক্রান্ত যে বিল আমাকে পাঠানো হয়েছে, প্রয়োজনে তা আমি রাষ্ট্রপতির কাছে পাঠাবো।
কলকাতা পুরসভার সঙ্গে হাওড়া পুরসভারও ভোট হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের শাসক দলের অভিযোগ, বালিকে আলাদা করা সংক্রান্ত বিল রাজ্যপালকে পাঠানো হলেও, তাতে উনি সই করেননি। যার ফলে জটিলতার কারণে হাওড়ার ভোট করানো যায়নি। কিছুদিন আগে রাজ্য বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিও দাবি করেন, রাজ্যপাল সই না করে বিল আটকে রাখার কারণেই হাওড়ার ভোট ঘোষণা করা যায়নি। আর শনিবার এই অভিযোগের পাল্টা দিয়েছেন জগদীপ ধনখড়।
সংবাদমাধ্যমে তিনি বলেন, হাওড়া থেকে বালিকে আলাদা করার বিষয়টি এখনও বিচারধীন রয়েছে। গত ২৪ নভেম্বর স্পিকারের কাছে বিল নিয়ে কিছু তথ্য চেয়ে পাঠাই, কিন্তু সেই তথ্য এখনও আমায় দেওয়া হয়নি। উল্টে ভোট না হওয়ার জন্য প্রকাশ্যে আমার নাম অভিযোগ করা হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। তারপরেই রাজ্যপালের হুঁশিয়ারি, দরকার হলে আমি বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাবো।
শনিবার প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের সঙ্গে সাক্ষাৎ করতে হাওড়ার শিবপুরে যান রাজ্যপাল। তাঁর বাড়ি থেকে বেরিয়েই রাজ্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। পাশাপাশি বিএসএফ সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যেরও তীব্র বিরোধিতা করেন তিনি।
Comments are closed.