স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। পুরভোটের ফলপ্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যপালের সঙ্গে স্বারষ্ট্রমন্ত্রীর এই বৈঠক ঘিরে নানান জল্পনা তৈরী হয়েছে। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে দু’পক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্য-রাজ্যপাল সংঘাতের অবহে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকের মতে, শাহ ধনখড় বৈঠকে নিশ্চিত ভাবে কলকাতার পুরভোট প্রসঙ্গ উঠে এসেছে। কলকাতা পুরভোট নিয়ে রাজ্য বিজেপি ধারাবাহিকভাবে যে অভিযোগ করে আসছে, সে বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়াও রাজ্য নির্বাচন কমিশনকে নিয়েও রাজ্যপাল বেশ কিছু অভিযোগ করেছিল ভোটের আগে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে বিষয় নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে।
Governor West Bengal Shri Jagdeep Dhankhar today called on the Union Home Minister Shri @AmitShah at his residence. pic.twitter.com/UvrznFIE10
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 22, 2021
রাজ্যপালের এবারের দিল্লি সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ ছাড়াও আর কার কার সঙ্গে তিনি দেখা করেন, সে দিকেও তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
Comments are closed.