দাম কমল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। মাসের শুরুর দিনেই একধাক্কায় সিলিন্ডার প্রতি দাম কমেছে ১৩৫ টাকা। মে মাসে দাম বাড়ার পর ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ২৩৫৪ টাকা। ১৩৫ টাকা দাম কমার পর সেই দাম হল ২২১৯ টাকা।
দাম কমার পর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ২৩২২ টাকা। আগে দাম ছিল ২৪৫৪ টাকা। চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২৫০৭ টাকা। ১ জুন থেকে দাম কমে সিলিন্ডারের নতুন দাম ২৩৭৩ টাকা। দিল্লিতে ১৩৫ টাকা দাম কমে যাওয়ায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ২৩৫৪ টাকা থেকে হল ২২১৯ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ২৩০৬ টাকা। নতুন দাম হল ২১৭১ টাকা।
উল্লেখ্য, মে মাসের ১ তারিখে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০০ টাকা বাড়ানো হয়েছিল। গত দু মাসে প্রায় ৩০০ টাকারও বেশি দাম বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার মূলত রেস্টুরেন্ট এবং হোটেলে ব্যবহার করা হয়। দাম বেড়ে যাওয়ায় রেস্টুরেন্ট ও হোটেলের তৈরি খাবারের দাম আরও বেড়ে গিয়েছিল। এবার সিলিন্ডারের দাম কমার পর খাবারের দাম কমে কিনা, সেটাই দেখার।
Comments are closed.