আমাদের লোককেই খুন করে, তারপর গ্রামবাসীদের বাড়িতে আগুন লাগানো হল। বাংলাকে বদনাম করার একটা বৃহত্তর ষড়যন্ত্র চলছে। রামপুরহাটে গিয়ে দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি সাফ অভিযোগ করেন, রাজ্য সরকারের বিরুদ্ধে একটা বৃহত্তর ষড়যন্ত্র করা হচ্ছে।
তৃণমূল উপপ্রধান খুন এবং তারপরে রামপুরহাটের বকটুই গ্রামের ৮ জন গ্রামবাসীর মৃত্যু ঘিরে তীব্র শোরগোল শুরু হয়েছে। মঙ্গলবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার মেয়র তথা বীরভূম জেলার দায়িত্বে থাকা ফিরহাদ হাকিম। এদিন তিনি মৃত তৃণমূল উপপ্রধান ভাদু শেখ এবং আগুনে পুড়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন ফিরহাদ। তাঁর কথায় বাংলাকে বদনাম করার যে গভীর ষড়যন্ত্র হচ্ছে তা আমরা কিছুতেই মেনে নেব না। পরিবহণমন্ত্রীর যুক্তি, রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই, এরকম একটি মিথ্যে ধারণা তৈরি করার জন্যই পরিকল্পনা করে এই ষড়যন্ত্র করা হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন, আমি কড়া হাতে পুলিশকে পদক্ষেপ নিতে বলেছি। দোষী যে দলের সঙ্গেই জড়িত থাকুক তাকে রেওয়াত করা হবে না।
এদিকে এই ঘটনায় আগেই কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ৭২ ঘন্টার মধ্যে অগ্নিকাণ্ডের রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিন ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যেই রাজ্যের তৈরি সিটের সদস্যরা রামপুরহাটে আসবেন। রাজ্য পুলিশের ডিজিও আসবেন বলে জানান তিনি।
Comments are closed.