জিএসটি সংগ্রহের নিরিখে উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা সহ ৭ টি বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যকে পিছনে ফেললো বাংলা, এগিয়ে কেরলের চেয়েও। অক্টোবরের (৩,৭৩৮ কোটি টাকা) তুলনায় নভেম্বরে (৩,৭৪৭ কোটি টাকা) অতিরিক্ত ৯ কোটি টাকা জিএসটি আদায় করেছে রাজ্য। অর্থমন্ত্রক সূত্রে খবর, গত বছর নভেম্বরের তুলনায় ২০২০ সালের নভেম্বরে ৮ শতাংশ বেশি জিএসটি আদায় করেছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ গোটা দেশের অর্থনীতি যখন ক্রমাগত হোঁচট খাচ্ছে, তখন প্রাক করোনা সময়ের চেয়েও করোনা পর্বে বাংলায় জিএসটি সংগ্রহ বেড়ে গিয়েছে। যা বাংলার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বাংলার অর্থনীতির কাছে যা সুসংবাদ, কেন্দ্রের কাছে তা চিন্তার বিষয়। কারণ অক্টোবরের তুলনায় নভেম্বরে সারা দেশে জিএসটি সংগ্রহ কমেছে প্রায় ২০০ কোটি টাকা। আশার কথা একটাই, এ মাসেও দেশে জিএসটি সংগ্রহের পরিমাণ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।
কেন্দ্রের চিন্তা বৃদ্ধি হচ্ছে হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, দিল্লি, গোয়ার মতো রাজ্য। এই রাজ্যগুলোর রাজস্ব বৃদ্ধি নেগেটিভে কিম্বা শূন্য। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই রাজ্যগুলোর বেশিরভাগই বিজেপি শাসিত।
এই আর্থিক বছরের প্রথম দুই ত্রৈমাসিকে জিডিপি সংকোচিত হয়েছে। তার ফলে ইতিহাসে প্রথমবার মন্দা দেখছে ভারতের অর্থনীতি। এই অবস্থায় নভেম্বর মাসে জিএসটি কালেকশন অক্টোবরের তুলনায় খানিক কমলেও তা ১ লক্ষ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। অর্থমন্ত্রকের কাছে আশার কথা এটাই।
Comments are closed.