কোভিডকালে পুজোয় বাড়তি সতর্কতা রাজ্যের, প্রকাশ হবে গাইডলাইন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন কোভিড বিধি মেনেই এই বছর পুজো করতে হবে। এবার পুজো নিয়ে গাইডলাইন প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার এই মর্মে নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠক থেকে পুজোয় বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে।

নবান্ন সূত্রের খবর, পুজোর গাইডলাইনে প্রতিটি মণ্ডপ স্যানিটাইজ করার কথা বলা হবে। এছাড়াও মণ্ডপে ঢোকার আগে মাস্ক বাধ্যতামূলক করা হবে। মণ্ডপে ভিড় এড়াতে পুজো কমিটিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পুজো কমিটিগুলিকে বলা হবে গত বছরের মতন এই বছরও চারিদিক খোলা মণ্ডপ বানাতে। শহর থেকে শহরতলী সব জায়গায় পুজোর ক্ষেত্রে একই গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার তৃতীয় ঢেউ শিয়রে। এরমধ্যে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তাই দুর্গাপুজোয় বাড়তি সতর্কতা নিতে চলেছে রাজ্য সরকার। কিন্তু রাজ্যে এখন করোনা সংক্রমণ নিম্নগামী, তাই কোভিড বিধি মেনেই পুজো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার মমতা জানান, পুজোর ওপর নির্ভর করে অনেক ছোট ব্যবসায়ী। করোনাকালে ভেঙ্গে পড়া অর্থনৈতিক ব্যবস্থাকে তুলে ধরতে পুজো হলেও তা হব নিয়ম মেনেই। বুধবার নবান্নে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানান, গাইডলাইন মেনে না চললে সেই পুজো কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.