চতুর্থীর রাতেই জন জোয়ারের সম্ভাবনা, বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের

চতুর্থীর রাতেই কলকাতার রাস্তায় জন জোয়ারের সম্ভাবনা। ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, ভিড় এবং যান নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামছে ৯ হাজার পুলিশ। এরমধ্যে ৪ হাজার পুলিশ যান নিয়ন্ত্রণ করবে। আর বাকি পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।

পুলিশকে সাহায্য করতে মাঠে নামছে ১০ হাজার অস্থায়ী হোম গার্ড। লালবাজার সূত্রে জানা গিয়েছে চতুর্থীর দিন থেকে দুই দলে ভাগ করা হচ্ছে ৯ হাজার পুলিশ কর্মী। আর এই দিন থেকেই বিভিন্ন জায়গায় পার্কিং বন্ধ করে দেওয়া হবে। রাসবিহারী এভিনিউতে পার্কিং বন্ধ থাকছে। সব পুজো প্যান্ডেলে থাকছে পুলিশের অস্থায়ী কিয়স্ক। ঠাকুর দেখতে যাঁরা বেরোবেন তাঁদের জন্য থাকছে পুলিশ বাহিনী। শহরের সব বড় পুজোগুলিতে ঢোকার এবং বেরোনোর সময় সাহায্য করবে পুলিশ টিম।

মঙ্গলবার আলিপুর বডিগার্ড লাইনে পুলিশদের দুর্গাপুজোয় বিশেষ সচেতনতা নিয়ে বার্তা দেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। জানা গিয়েছে, কলকাতার সব বড় মোড়গুলিতে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ অফিসাররা। এছাড়াও বেপরোয়া মোটরবাইক রুখতে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। পুলিশের ১৬ টি টিম নাকা চেকিং করবে।

Comments are closed.