গোমূত্র দিয়ে তৈরি হচ্ছে করোনার ওষুধ! বিতর্কে গুজরাত কোভিড কেয়ার সেন্টার
খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে ধরা পড়ল গো-মূত্র দিয়ে করোনা তাড়ানোর ওষুধ বানানোর ছবি!
দু’দিন আগে ভাইরাল হয়েছিল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের করোনার ওষুধ হিসাবে গো-মূত্র পানের ভিডিও। এবার খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে ধরা পড়ল গো-মূত্র দিয়ে করোনা তাড়ানোর ওষুধ বানানোর ছবি!
একটা বেড, একটু অক্সিজেনের জন্য গোটা দেশ হাহাকার করছে। অথচ এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও কিছু মানুষ আজগুবি সব কাজ করে যাচ্ছেন। গো-মূত্র দিয়েই সারবে করোনা। তাই গুজরাতে বনসকাণ্ঠা জেলার একটি গ্রামে গোশালায় তৈরি হয়েছে কোভিড কেয়ার সেন্টার। আর সেখানে করোনা রোগীদের আয়ুর্বেদিক ওষুধ হিসেবে দেওয়া হচ্ছে গো-মূত্র। শুধু তাই নয়, স্থানীয় সূত্রে খবর, সেখানে চিকিৎসাধীন করোনা সংক্রমিতদের, গোমূত্র ছাড়াও অন্যান্য ভেষজ মিশ্রিত ওষুধ খেতে দেওয়া হয়েছে।
করোনা রুখতে দিন-রাত লড়ছেন চিকিৎসক-বিজ্ঞানীরা। বারবার বলা হচ্ছে, অবৈজ্ঞানিক পদক্ষেপ না নিতে। কিন্তু কে কার কথা শোনে!
এদিকে উত্তরপ্রদেশের বালিয়ার বাইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ করোনার কবল থেকে মূক্তি পেতে রোজ সকালে গোমূত্র খাচ্ছেন। অন্যকেও খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
Comments are closed.