শুক্রবারের পর শনিবারও গুজরাতে রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন গুজরাতের গান্ধীনগরে রোড শো করেন মোদী। এরপর রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে যান তিনি।
এদিন সকালে একটি টুইট করেন মোদী। লেখেন, সকাল ১১টায় আমি রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে যাব, যেখানে সমাবর্তনে ভাষণ দেব। এরজন্য আমি সম্মানিত বোধ করছি। বিশ্ববিদ্যালয়ের একটি ভবনও জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
বুধবার চার রাজ্যে জয়ের পর বৃহস্পতিবার গুজরাতের আমেদাবাদে একটি রোড শো করেন মোদী। তিনি বলেন, সাধারণ মানুষকে অনেক ধন্যবাদ ভোট দেওয়ার জন্য। তিনি আরও বলেন, যে রাজ্যগুলিতে এতদিন পরপর দুবার কোনও দল ক্ষমতায় আসেনি, সেখানে ফের সরকার গড়েছে বিজেপি। উন্নয়নের ফলেই এটা সম্ভব হয়েছে। এরপর ফের গুজরাতেই রোড শো করেন মোদী। চার রাজ্যের পর এবার লক্ষ্য গুজরাত নরেন্দ্র মোদীর।
বৃহস্পতিবার গান্ধীনগরের বাড়িতে গিয়ে মা হীরাবেনের সঙ্গে দেখাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের গুজরাত সফরে প্রথমদিনেই আমেদাবাদে রোড শোয়ের পর মায়ের সঙ্গে দেখা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি বেশ জনপ্রিয় পেয়েছে। দেখা যাচ্ছে, এক টেবিলে মায়ের সঙ্গে বসে খাবার খাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী।
Comments are closed.