Covid Vaccine: টিকা নিয়েও সংক্রমিত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী! স্বেচ্ছাসেবী হিসেবে কোভ্যাকসিন নিয়েছিলেন
স্বেচ্ছাসেবী হিসেবে করোনা ভ্যাকসিনে ট্রায়ালে অংশ নিয়েছিলেন। কিন্তু টিকা নেওয়ার কয়েকদিন পরেই করোনা পজিটিভ হলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনীল ভিজ।
সপ্তাহ দুয়েক আগে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অংশ নিয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু তারপরেও কোভিডের হাত থেকে নিস্তার পেলেন না। অর্থাৎ, ভ্যাকসিন নেওয়ার পরেও শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীর। গত শনিবার করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরেই ৬৭ বছর বয়সি অনিল ভিজের চিকিত্সা শুরু হয়েছে।
শনিবারই তাঁকে আম্বালার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে কোভিড টেস্ট করিয়ে নিতে বলেন অনীল ভিজ।
কিন্তু টিকা নেওয়ার পরেও কেন সংক্রমিত হলেন মন্ত্রী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভ্যাকসিনের প্রতিষেধক দুই ডোজের। প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। সেই দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিনের মধ্যে স্বেচ্ছাসেবকের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই করোনা সংক্রমিত হলেন।
Comments are closed.