রাজ্যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছি। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপি যোগ থাকতে পারে বলে অভিযোগ করেছিলেন। পাল্টা হিসেবে শুভেন্দু বলেন, সব ব্যাপারে বিজেপিকে, মোদীজিকে দোষ দেওয়া ওনার পুরোনো অভ্যাস।
সেই সঙ্গে এদিন তিনি বলেন, সারা দেশ যেখানে একটি অ্যাপের মাধ্যমে টিকাকরণ প্রক্রিয়া চলছে, সেখানে পশ্চিমবঙ্গের সরকার শুধু রাজ্যের জন্য পৃথক একটি অ্যাপ চালু করেছে। এই বিষয়টি আমি কেন্দ্রীয় স্বাস্থ্যন্ত্রীকে জানিয়েছি। এধরনের পদক্ষেপ বেআইনি বলেও দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।
যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কিছু বলতে চাননি। দিল্লি সফরে নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহেতার সঙ্গে দেখা করেছিলেন। এই সাক্ষাৎ ঘিরে তৃণমুলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে আক্রমণ করে ট্যুইটও করেন।
এ প্রসঙ্গে বলতে গিয়েও কোনও মন্তব্য করতে চাননি শুভেন্দু। যদিও কুণাল ঘোষকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, সরদা মামলায় জেলে যাওয়া ব্যক্তির কোনও কথার উত্তর আমি দেব না।
উল্লেখ্য কিছুদিন আগেই শুভেন্দু দিল্লি এসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। স্বল্প দিনের ব্যবধানে ফের তাঁর এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে।
Comments are closed.