দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের মধ্যে মক ড্রিলের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের, কয়েকটি রাজ্যে বাধ্যতামূলক মাস্ক

দেশজুড়ে বেড়েই কোভিড সংক্রমণের সংখ্যা। এই অবস্থায় সোমবার মক ড্রিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে হাসপাতালগুলিতে চলছে মক ড্রিল। মক ড্রিলের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। এর মধ্যে রয়েছে উত্তর-পূর্বের সিকিম ও দক্ষিণের পুদুচেরি।

 

কোভিডের বাড়বাড়ন্ত হতেই অন্তঃসত্ত্বাদের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে কেরল সরকার। বিদেশ ফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরেই কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার। বিগত কয়েকদিনে দেশজুড়ে কোভিড সংক্রমণের সংখ্যা দৈনিক ৫  হাজার ছাড়িয়েছে। এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ফের ৩৫ হাজার পার হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৮৮০ জন। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৫ হাজার ১৯৯।

 

এই ভাইরাস সংক্রমণের জেরে এখনও পর্যন্ত ৫ লক্ষ ৩০ হাজার ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। তবে স্বস্তির খবর এই যে, ৪ কোটি ৪১ লক্ষ ৯৬ হাজার ৩১৮ জন সুস্থ হয়েছেন।  তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, করোনার নতুন ভ্যারিয়্যান্ট অতিসংক্রামক হলেও এতে প্রাণঘাতীর সম্ভাবনা নেই। কোভিড প্রতিরোধের ক্ষমতা ভারতীয়দের শরীরে তৈরি হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন বিশেষজ্ঞরা।

Comments are closed.