আগামী ২-৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। সঙ্গে বজ্রবিদুৎ সহ ঝোড়ো হাওয়া। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়ও। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদনীপুরেও।
হাওয়া অফিস জনিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অদ্রতাজনিত অস্বস্তি থাকছেই।
Comments are closed.