নিম্নচাপের জের। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে একনাগাড়ে বৃষ্টি। পাশাপাশি উত্তরবঙ্গেও কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। মঙ্গলবার এমনটাই জানাল হাওয়া অফিস।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা বিশেষ করে উপকূলের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। লাগাতার বৃষ্টির জেরে জেলাগুলোতে তাপমাত্রাও বেশ কিছুটা কমবে। আগামী কয়েক দিন তাপমাত্রা লাগাতার কমতে থাকবে। অদ্রতাজনিত অস্বস্তিও খানিকটা দূর হবে। মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে।
পাশাপাশি উত্তরবঙ্গেরও কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার জেলায়। সব মিলিয়ে এই ক’দিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.