আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গ বৃষ্টি নিয়ে বড়সড় খবর দিলে হওয়া অফিস। আগামী কয়েকঘন্টার মধ্যেই কলকাতা সহ চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে নদীয়া, হাওড়া, উত্তর চব্বিশ পরগনাতেও। ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ-এর সম্ভবনা থাকায় আগামী কয়েকঘন্টা বাড়িতে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে।
তিন জেলার মতো কলকাতাতেও ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ ঝোড় হওয়া বইতে পারে। যে কারণে কলকতার ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। ভর দুপুরেই কলকাতার আকাশ কালো করে মেঘ জমেছে। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টির খবরে কিছুটা স্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
উল্লেখ্য, বৃষ্টির ঘাটতির জেরে দক্ষিণবঙ্গের কৃষিকাজও প্রভাবিত হয়েছে। পুরুলিয়া, বাঁকুরা ও পার্শ্ববর্তী অঞ্চলের অনেক কৃষকই এখনও চাষের কাজ শুরু করতে পারেননি বলে খবর। এই আবহে ধাফাবাহিক ভারী বৃষ্টির অপেক্ষাতেই রয়েছেন তাঁরা।
Comments are closed.