আগামী দু-তিন ঘন্টার মধ্যে বাড়বে বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া; বর্ষা নিয়ে আর যা জানাল হাওয়া অফিস 

আষাঢ়ের শুরুতেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। সকাল থেকেই স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে।

কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও কিছু কিছু জায়গায় অদ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে বলে জানা গিয়েছে। এবং এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে, তীব্র গরমের হাত থেকে অনেকটাই রেহাই মিলবে।

এদিকে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে এবং বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে পুরোপুরি বর্ষা প্রবেশ করবে।

Comments are closed.